প্রিয় সহকর্মীবৃন্দ,
আস-সালামু-আলাইকুম। সকলেই অবগত আছেন যে, জাতীয় তথ্য বাতায়নের তথ্য হালনাগাদকরণের জন্য জেলা পর্যায়ে প্রশিক্ষণ চলছে। লক্ষ্য করা যাচ্ছে, বারবার বলা পরও প্রশিক্ষণে অংশগ্রহণকারী অফিসগুলো কনটেন্ট/তথ্য সংগ্রহ না করেই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন যার ফলে উক্ত অফিসের সকল তথ্য আপডেট করা সম্ভব হচ্ছে না।
*** এমতাবস্থায়, প্রর্টাল টিম/সিনিয়র স্যারদের নির্দেশনা এই যে, প্রশিক্ষণে অংশগ্রহণের পূর্বে অবশ্যই অংশগ্রহণকারী অফিস তাদেরে নিন্ম বর্ণিত কনটেন্ট/ তথ্য অবশ্যই সফ্টকপি এটুআই প্রোগ্রামে পাঠাতে হবে। সেটা হতে হবে ইউনিকোড সাপোর্টেট যে কোন ফ্রন্ট এ লেখা। যে জেলা যতো আগে তথ্য এটুআই প্রোগ্রামে জমা দিবে সেই জেলার প্রশিক্ষণের তারিখ তত তাড়াতাড়ি নির্ধারণ করা হবে।
*** যদি কোন অফিস তথ্য জমা দিতে ব্যর্থ হয় তবে তাকে প্রশিক্ষণে অংশগ্রহণ থেকে বিরত রেখে লিস্টের অন্য অফিসকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে সকল দায়-দায়িত্ব তথ্য সংগ্রহে ব্যর্থ ঐ অফিসের থাকবে।
ক্র. |
পূরণীয় কনটেন্ট/ |
বিস্তারিত |
১. |
ব্যানার |
কমপক্ষে ৫টা ছবি বিস্তারিত বর্ণনাসহ |
২. |
এক নজরে |
বিস্তারিত বর্ণনা |
৩; |
ভিশন মিশন |
|
৪. |
আমাদের অর্জনসমূহ |
|
৫. |
ভবিষ্যৎ পরিকল্পনা |
|
৬. |
সম্প্রতি কর্মকান্ড |
|
৭. |
নোটিশ |
যে কোন সম্প্রতি একটি নোটিশের তথ্য |
৮. |
খবর |
যে কোন সম্প্রতি একটি খবরের তথ্য |
৯. |
প্রশিক্ষণের তালিকা |
বিস্তারিত বর্ণনা |
১০. |
প্রশিক্ষণের বিস্তারিত |
|
১১. |
প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ |
|
১২. |
কর্মকর্তার প্রোফাইল |
নাম(বাংলা, ইংরেজি), পদবী(বাংলা, ইংরেজি ), মোবাইল, ইমেইল এড্রেস, ফোন নাম্বার অবশ্যই লাগবে। |
১৩. |
প্রাক্তন অফিস প্রধানগণ |
টেবিল আকারে অর্নার বোর্ডে ঠিক যেভাবে লেখা আছে। |
১৪. |
সেবার তালিকা |
বিস্তারিত বর্ণনা |
১৫. |
যোগাযোগ |
কিভাবে যাওয়া যায় তার বিস্তারিত বর্ণনা(কমপক্ষে ৫০ শব্দ) |
১৬. |
ফটো গ্যালারি |
কমপক্ষে ৫টা ছবি গ্যালারী দেওয়ার জন্য |
১৭. |
চুক্তিসমূহ |
এপিএ এর চুক্তি |
১৮. |
উপজেলা অফিস পরিদর্শন |
প্রতি মাসের জন্য বিস্তারিত অথবা কোন ফাইল থাকলে সেটা দিতে হবে |
১৯. |
ইউনিয়ন অফিস পরিদর্শন |
প্রতি মাসের জন্য বিস্তারিত অথবা কোন ফাইল থাকলে সেটা দিতে হবে |
২০. |
মন্ত্রণালয়ের অফিস/ বিভাগের অফিস |
ওয়েব সাইটের এড্রেস/ বাতায়রে ঠিকানা |
২১. |
অধিদপ্তরের অফিস |
ওয়েব সাইটের এড্রেস/ বাতায়রে ঠিকানা |
২২. |
বিভাগীয় অফিস |
ওয়েব সাইটের এড্রেস/ বাতায়রে ঠিকানা |
২৩. |
উপজেলার অফিসসমূহ |
একটা পাতার মধ্যে সকল উপজেলা বাতায়নের |
২৪. |
অনলাইন যোগাযোগ |
ইমেইল,বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ঠিকানা ইত্যাদি |
*** প্রশিক্ষণের পূর্বে অবশ্যই লিস্ট অনুযায়ী সকল অফিসকে সরকারি অফিসের ম্যনু এর মধ্যে যুক্ত করতে হবে। এবং জেলা ও উপজেলার বাতায়ন বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই রুপান্তর করতে হবে।
*** প্রতিটা অফিস থেকে তথ্য সংগ্রহ করে নিন্মের ঠিকানায় পাঠাতে হবে।
*** জেলা অফিসের ক্ষেত্রে লাল মার্ক করা অফিসগুলোকে প্রশিক্ষণে মনোনয়নের জন্য কম গুরুত্ব দিতে হবে। অন্য অফিগুলোকে সুযোগ দেওয়ার পর বাকী থাকলে তাদেরকে ডাকা যেতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস